আর্কাইভ থেকে বাংলাদেশ

বাসের ধাক্কায় অটোর ৩ যাত্রী নিহত

উল্টো পথে চলার সময় বাসে ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার (৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষ অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০ টার দিকে ৩ জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন অটো চালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মৃতদেহ ৩টি মর্গে রাখা হয়েছে। আহত জামাল মিয়াকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, আজ সকালে  ৮ জন যাত্রী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা সবাই আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকি ৪ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন