ভারতীয় ব্যাটারদের যে পরামর্শ দিলেন কপিল দেব
ভারতীয় ব্যাটাররা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন কথা এখন বললে তেমন ভুল কিছু বলা হবে না। সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজে হতাশ করেছে ভারতীয় দল। দলের ব্যাটসম্যানরা ক্রমাগত ভুগেছে কিউই বোলারদের সামলাতে গিয়ে। ফলস্বরূপ ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে ভারত।
ভারতীয় ব্যাটারদের পরামর্শ দিয়েছে সাবেক ‘গ্রেট’ ক্রিকেটার কপিল দেব। ব্যাসিক বা মৌলিক- জিনিসগুলো খেয়াল রাখতে বলেছেন কপিল। ব্যাটারদের বেশি বেশি অনুশীলন করার কথাও জানিয়েছেন তিনি।
এই সাবেক ক্রিকেটার বলেন, ‘তোমার মৌলিকতায় ফিরে যাও। অনুশীলন, অনুশীলন আর অনুশীলন করো। তুমি যদি বলো, আমি রুমে বসেই উন্নতি করে ফেলবো, তাহলে এটা হবে না। তুমি যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যাও, তবে বেশি অনুশীলন করতে হবে। যত অনুশীলন করবে, তা তোমার জন্য তত ভালো হবে।‘
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে মূলত কপিল দেব পরামর্শ দিয়েছেন। আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার পার্থে শুরু হচ্ছে দুই দলের এই গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজ।
এম এইচ//