খেলাধুলা

এমবাপ্পেকে বাদ রেখে ফ্রান্সের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের অধিনায়ক। তবে অধিনায়ককে ছাড়াই দল ঘোষণা প্রকাশ করেছেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম। মূলত চলতি মাসেই ইউয়েফা নেশন্স লিগের দুইটি ম্যাচের জন্য স্কোয়াড জানিয়েছে ফ্রান্স। 

দেশম ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। নেশনস লিগে ইতালি ও ইসরাইলের বিপক্ষে লড়বে ফ্রান্স। সেখানে এমবাপ্পের না থাকাটা অনেকখানি চোখে লাগার মতো।

জানা যায়, এমবাপ্পের ইচ্ছা ছিল স্কোয়াডে থাকার জন্য। কিন্তু শেষপর্যন্ত দেশম তাকে দলে রাখেনি, যা ফুটবলীয় কারণ হিসেবেই উল্লেখ করেছেন এই কোচ।

দেশম জানান, ‘আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি; কিলিয়ান আসতে চেয়েছিল- এটা খেলার বাইরের কোনো সমস্যা ছিল না।

সম্প্রতি ধর্ষণ নিয়ে একটি অভিযোগ উঠেছে এমবাপ্পের বিরুদ্ধে। তার দলে না থাকা এই ধরনের কোনো ঘটনার প্রভাব নয় বলেই উল্লেখ করেছেন দেশম।

এমবাপ্পে রিয়াল মাদ্রিদে তার নতুন যাত্রা শুরু করেছেন। লা লিগায় মাদ্রিদের হয়ে ১০ ম্যাচ খেলে ৬ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার।

ফ্রান্স স্কোয়াডে এমবাপ্পের না থাকা নিয়ে নানারকম ধারণা করা যেতে পারে। তবে মূল কারণটি খুব বেশি পরিস্কার নয়। মাদ্রিদের হয়ে এখনো ছন্দ খুঁজতে থাকা এই তারকাকে হয়তো ট্যাক্টিটাল বিবেচনা থেকেই রাখেননি ফ্রেঞ্চ কোচ।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন