আন্তর্জাতিক

মার্কিন নাগরিকত্ব আইন পরিবর্তনে দুশ্চিন্তায় হাজারো বাংলাদেশি পরিবার

ছবি: এআই

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করার পরিকল্পনা করছেন। নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছেন। এ উদ্যোগ বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের পরদিনই নির্বাহী আদেশে সই করবেন বলে জানিয়েছেন তিনি।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মালেই কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। নাগরিকত্বের জন্য সন্তানের পিতা-মাতার অন্তত একজনকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে অথবা গ্রিনকার্ড থাকতে হবে। ফলে গ্রিনকার্ডের অপেক্ষায় থাকা অভিবাসীদের সন্তানরা আর জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না।

এ পরিবর্তন নিয়ে উদ্বেগে আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশি পরিবার, যাদের অনেকেই বৈধতার জন্য বছরের পর বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এই কঠোর নীতির কারণে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেও তাদের সন্তানরা নাগরিকত্বের সুযোগ হারাতে পারে। পাশাপাশি, অন্যান্য দেশের অভিবাসীরাও এই সিদ্ধান্তে প্রভাবিত হবেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর দক্ষিণ এশীয় সম্প্রদায়েও এ নিয়ে তীব্র দুশ্চিন্তা তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ, ২০২২ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৪৮ লাখ ভারতীয় বাস করেন, যাদের মধ্যে ১৬ লাখের জন্ম যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের পরিকল্পনা কার্যকর হলে এদের কেউই নাগরিকত্বের জন্য যোগ্য হবে না, কারণ তাদের পিতামাতার মার্কিন নাগরিকত্ব বা গ্রিনকার্ড নেই।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন