হারিসের তোপ, আইয়ুবের ঝড়ে উড়ে গেলো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। অ্যাডিলেইডে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে স্বাগতিকদের ব্যাটিংয়ে বেশ ধস নামে।
পাকিস্তানের হয়ে হারিস রউফ একাই নিয়েছেন ৫ উইকেট। শাহীন শাহ আফ্রিদির ঝুলিতে গেছে ৩ উইকেট। নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন ১ টি করে উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভ স্মিথ। বাকিরা ইনিংস বড় করার চেষ্টা করতে থাকলেও কাজ হয়নি তেমন। ব্যক্তিগত ২০ রানের নিচেই ফিরেছেন সবাই। ৩৫ ওভারে অজিদের সব উইকেট পতনের পর ১৬৩ রানে থেমে যায় তাদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করে পাকিস্তান। বিশেষ করে সাইম আইয়ুবের ব্যাট হেসেছে অ্যাডিলেইডের মাঠে। তিনি একাই ৬ ছক্কা ও ৫ চারে ৮২ (৭১) রান করে ফিরেছেন।
আব্দুল্লাহ শফিক অপরাজিত ছিলেন ৬৪ (৬৯) রানে। তার সাথে ছিলেন বাবর আজম ১৫ (২০) রানে।
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজটি এখন ১-১ সমতায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর।
এম এইচ//