আগুনে দুই জাহাজ পুড়লেও লাভবান বিএসসি
আগুনে পুড়লেও রাষ্ট্রীয় মালিকানাধীন দুই জাহাজ ‘বাংলার জ্যোতি’ও ‘বাংলার সৌরভ’থেকে লাভবান হতে যাচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ইনস্যুরেন্স থেকে পাওয়া ক্ষতিপূরণ এবং ওপেন টেন্ডারে জাহাজ দুটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিক্রি করে এ অর্থ পাবে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৮ নভেম্বর) মার্চেন্ট মেরিনার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ইনস্যুরেন্স প্রতিষ্ঠান থেকে ক্লিয়ারেন্স পেলেই উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে কেটে টুকরো টুকরো করার জন্য শিপ ব্রেকিং ইয়ার্ডের কাছে বিক্রি করে দেওয়া হবে জাহাজ দুটি।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় কন্সট্রাকটিভ টোটাল লস পদ্ধতিটি বেছে নেয়া হবে। অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে টোটাল লস, কন্সট্রাকটিভ টোটাল লস এবং ওপেন টেন্ডার -এ তিনটি প্রক্রিয়া বাছাইয়ের সুযোগ থাকলেও দ্বিতীয় পন্থা বেছে নিচ্ছে বিএসসি। অর্থাৎ আগুনে ক্ষতিগ্রস্ত হলেও জাহাজ দুটি পুরোপরি ধ্বংস হয়ে যায়নি।
১৯৮৮ সালে তৈরি হওয়া বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ জাহাজের প্রতিটির ওজন ৩ হাজার ৭৮৭ টন। বর্তমানে পুরাতন জাহাজ কেনার ক্ষেত্রে ইয়ার্ডপর্যায়ে প্রতি টন স্ক্র্যাপ লোহার দর প্রায় ৫১ হাজার টাকা। সে হিসাবে দুটি জাহাজ থেকে প্রায় ৪০ কোটি টাকা পেতে পারে জাহাজের মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর পৃথক দুই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় দুই জাহাজ। পৃথক দুই ঘটনায় প্রাণ হারান ৪ জন।