রাসেল-পুরানদের নিয়ে ক্যারিবিয়ানদের শক্তিশালী দল ঘোষণা
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউই)। উইন্ডিজ দলে ফিরেছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আকিল হোসেনরা।
গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না রাসেল, পুরান, হেটমায়ার ও আকিল। তারা ব্যক্তিগত কারণে লঙ্কান সিরিজে ছিলেন না বলে জানা যায়।
শ্রীলঙ্কায় ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই দল থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, আন্দ্রে ফ্লেচার, ফাবিয়ান অ্যালেন ও শামার স্প্রিঙ্গার। এখনো ম্যাচ না খেলা টের্যাস হিন্ডস আছেন টি-টোয়েন্টি দলে।
ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন, ‘অভিজ্ঞ অনেক খেলোয়াড় নিয়ে আমাদের টি-টোয়েন্টি দলটি সাজানো হয়েছে। একাদশ সাজানো খুব কঠিন, প্রতিটা জায়গায় প্রতিটা খেলোয়াড় চ্যালেঞ্জ করছে।‘
প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টের্যান্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শারেফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
এম এইচ//