আর্কাইভ থেকে বলিউড

মায়ে সঙ্গে থাকছেন না, নিজের ফ্ল্যাটে স্বাধীনভাবে থাকবেন আলায়া

আলায়া ফার্নিচারওয়ালার জন্ম ১৯৯৭ সালের ২৮শে নভেম্বর। অভিনেত্রী পূজা বেদী এবং ব্যবসায়ী ফারহান ইব্রাহিম ফার্নিচারওয়ালার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

আলায়া হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেছিলেন নিতিন কক্করের কৌতুক ধাঁচের চলচ্চিত্র জওয়ানি জানেমন (২০২০)-এর মাধ্যমে। সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছেন প্রথম ছবিতে।

মাত্র ২৪ বছর বয়সেই নিজের রাস্তা গোছাতে চাইছেন আলায়া। মা পূজা বেদীর সঙ্গে আর থাকবেন না। মুম্বাইয়ের সেভেন বাংলোস এলাকায় সমুদ্রমুখী ফ্ল্যাট প্রস্তুত। সেখানেই স্বাধীনভাবে জীবন শুরু করতে চান অভিনেত্রী। ব্যক্তিগত সম্পত্তির পরিমাণও বাড়িয়ে নিয়েছেন এর মধ্যেই। যেটা করতে একেবারেই বেশি সময় লাগেনি।

বর্তমানে অনিল কাপূরের প্রতিবেশী আলায়া। জুহুতে ঝকঝকে এক বাড়ি রয়েছে তরুণীর। বিলাসেই জীবন কাটছিল। সে সব ছেড়ে হঠাৎ একা থাকার সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই। বিশেষত, মা পূজার সঙ্গে তার সম্পর্ক এত নিবিড় যে, তাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারতেন না আলয়া।

যদিও খবরটা সত্যিই, জানিয়েছেন পূজা নিজেই। মেয়ের নতুন ঠিকানা হতে চলেছে তার বাড়ি থেকে পনেরো মিনিটের দূরত্বে।

নতুন কাজে হাত দেওয়ার আগেই নতুন পদক্ষেপ অভিনেত্রীর। মায়ের ছত্রছায়ায় পরিচিত হতে না চেয়ে অল্প বয়সেই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছেন আলায়া। এতেই গর্বিত পূজা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন