আফগানদের চ্যালেঞ্জিং স্কোর দিলো টাইগাররা
জয়ের জন্য আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষের দিকে জাকের আলীর ২৭ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে আফগানদের এ চ্যালেঞ্জ ছুড়ে দেয় টাইগাররা।
শনিবার (৯ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত।
ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক খেলতে থাকেন তানজিদ হাসান তামিম। তবে বেশি দূর গড়ায়নি এ টাইগার ওপেনারের ইনিংস। ১৭ বলে ২২ রান করে ঘাজানফারের বলে নবীর হাতে তালুবন্দী হন তিনি।
এরপরে সোম্যকে নিয়ে দারুন জুটি গড়েন অধিনায়ক শান্ত। আফগান স্পিনার রশিদের বলে এলবির ফাঁদে পড়েন সৌম্য সরকার। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ করে।
পরবর্তীতে মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিনিয়র ক্রিকেটার রিয়াদের আউটে ২০০ পার হওয়া নিয়ে শঙ্কায় পড়ে সমর্থকরা। কিন্তু জাকের আলী, নাসুম আহমেদকে নিয়ে পাল্টা আক্রামণ করলে ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নানগায়ালিয়া খারোতি।
আই/এ