শিগগিরই মা হওয়ার সম্ভাবনা নেই : বিদ্যা সিনহা মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছোটপর্দা থেকে বড়পর্দায়, একের পর এক সফল অভিনয় করে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। রোববার (১০ই নভেম্বর) গুণী এই অভিনেত্রীর ৩২ তম জন্মদিন। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ কিছু বার্তা জানিয়েছন তিনি ।
মিম জানান, এবারের জন্মদিনে কোন জমকালো আয়োজন না করে ঘরোয়া পরিবেশে মা, স্বামী, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সময় কাটিয়েছেন তিনি। ছোট ছোট ভালোবাসা, দোয়া আর শুভেচ্ছা নিয়েই দিনটি উদযাপন করবেন।
ছোটবেলার জন্মদিনের কথা মনে করে তিনি জানান, সেসময় কেক সামনে নিয়ে একাধিকবার কেঁদেছেন। আয়োজনের ভিড় দেখলেই ছোটবেলা ভয় পেতেন। মায়ের তোলা ছবিগুলো দেখলে এখন নিজেই হাসেন। স্মৃতি গুলো যেন একেকটা হীরের টুকরো, যা তিনি আজও নিজের মনে লালন করেন।
বর্তমানের কর্মব্যস্ততা মিম বলেন, এখন বেশ কয়েকটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত। কিছু নাটকের কাজের কথাবার্তাও চলছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য সেগুলো পিছিয়ে গেলেও শিগগিরই শুরু হবে বলে আশাবাদী তিনি।
অনেক ভক্তই হয়তো ভাবছেন, ‘পরাণ’ এবং ‘দামাল’-এর মতো সুপারহিট ছবির পরেও কেন তাকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না? এ বিষয়ে মিম জানান, তিনি সবসময় গল্প ও চরিত্রের গুণগত মান দেখে কাজ করেন। বিশেষ দিবসে নাটক করতে পছন্দ করেন, তবে মূলত সিনেমাকেই প্রাধান্য দেন তিনি। দর্শকের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় প্রেরণা। এই ভালোবাসা তাকে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে।
কিছুদিন আগেই ঘোষণা এসেছিল তিনি ইয়াসমিন নামে একটি বাস্তব চরিত্রে অভিনয় করবেন। সেই প্রকল্প বিষয়ে মিম জানান, "সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির নাম ‘আমি ইয়াসমিন বলছি’। গল্প শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। নিজের ভেতরে ইয়াসমিন চরিত্রটিকে লালন করেছেন। তবে শুটিংয় কবে থেকে শুরু হবে সে ব্যপারে নির্মাতারাই বিস্তারিত জানাবেন ।
মিম জানান, তার বিবাহিত জীবন খুব ভালো কাটছে। এখন কাজ নিয়ে ব্যস্ত তিনি। আপাতত সন্তান নেয়ার পরিকল্পনা নেই।
১৯৯২ সালের আজকের এই দিনে মীম জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি মিডিয়া জগতে পা রাখেন। একই বছর হুমায়ুন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সেই থেকে একের পর এক ভাল কাজ উপহার দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি।
‘জোনাকির আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন মিম। লেখালেখিতেও রয়েছে তার প্রতিভা। ২০১২ সালে প্রকাশিত হয়েছে তার প্রথম গল্পের বই। পরের বছর প্রকাশ পায় তার প্রথম উপন্যাস ‘পূর্ণতা’।
জেডএস/ জজজ/