দেশজুড়ে

বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলেন- মময়মসিংহ নগরীর বাসিন্দা ও অটোরিকশাচালক রহমত উল্লাহ (৪৫) এবং স্থানীয় ঝালুয়া এলাকার হাবিবউল্লাহ (২২)।

শনিবার (৯ নভেম্বর) দিনগত রাতে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নান্দাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম।

পুলিশ ও স্থানীয়রা জানান, নান্দাইল চৌরাস্তা থেকে দুটি অটোরিকশা একটি অন্যটিকে ওভারটেক করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়ে কর্তব্যরত চিকিৎসক অপর চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ময়মনসিংহে যাওয়ার পথে একজন মারা যান। আহত বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে আরও একজন মারা যান। বতর্মানে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন