মাহমুদউল্লাহর সেঞ্চুরির আক্ষেপ, চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছে টাইগারা। বাংলাদেশের হয়ে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ৯৮ রানে সন্তুষ্ট থাকতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
আজ সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাট থেকে আসে ৫৩ রান। ২৩ বলে ২৪ রান করে অষ্টম ওভারের তৃতীয় বলে বোল্ড আউট হন সৌম্য। পরের ওভারের প্রথম বলে ১৯ রান করে ফিরে যান তামিম।
ক্রিজে এসে ৭ বলে মাত্র ৪ রান করে আউট হন জাকির হোসেনও। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়। ১৪ বলে ৭ রান করেন এই ডান হাতি ব্যাটার।
এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এই ম্যাচে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ।
৬৩ বলে মাহমুদউল্লাহ এবং ১০৬ বলে ফিফটি তুলে নেন মিরাজ। ১৪৫ রানের জুটি ভেঙ্গে ১১৯ বলে ৬৬ রান করে আউট হন মিরাজ।
এরপর জাকের আলী ১ রান এবং নাসুম আহমেদ ৫ রান করে আউট হন। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও ২ রানের জন্য সেঞ্চুরি তুলতে পারেননি মাহমুদুল্লাহ।…