সরকারি-বেসরকারি স্কুলে কাল থেকে ভর্তি আবেদন শুরু
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২৫ শিক্ষাবর্ষের স্কুল ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর থেকে। সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আবেদন গ্রহণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এইবার শিক্ষার্থীদের ভর্তি করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আগামী ১০ ডিসেম্বর এই ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়ে ফলাফল প্রকাশ করা হতে পারে ১২ ডিসেম্বর।
সোমবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি জানানো হয়, এবছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিমের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে। এছাড়া, বয়স সীমার বিষয়ে জানানো হয়েছে যে, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখে কমপক্ষে ৫ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৭ বছর। বয়স যাচাইয়ের জন্য আবেদন ফর্মের সাথে জন্ম নিবন্ধন সনদও জমা দিতে হবে।
এছাড়াও, প্রতিটি শিক্ষার্থী অনলাইনে সর্বাধিক পাঁচটি স্কুল পছন্দক্রম অনুযায়ী বেছে নিতে পারবে। তবে একটি ক্লাসের কোনো শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে না।
এ বছর ভর্তির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ স্কুলের আশেপাশের এলাকাগুলো থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী নেয়া হবে। এছাড়া, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে।
ঢাকা মহানগরীর স্কুলগুলোতে ভর্তির জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত স্কুলে ৫ হাজার টাকা, আংশিক এমপিওভুক্ত স্কুলে ৮ হাজার টাকা, আর ইংরেজি ভার্সনের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা। উন্নয়ন ফি হিসেবে নেওয়া যাবে সর্বোচ্চ ৩ হাজার টাকা, তবে পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না।
এছাড়া কোটা পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে কেবল মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের জন্যই ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে; নাতি-নাতনিদের জন্য নয়। যদি এই কোটায় প্রার্থী না পাওয়া যায়, তবে সাধারণ মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।
প্রথম অপেক্ষমাণ তালিকার ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত, এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
জেডএস/