সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে উপদেষ্টা ফারুকীর নতুন পরিকল্পনা
দেশের সংস্কৃতি অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করতে উদ্যোগ নিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১১ নভেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর তিনি স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। শপথ নেয়ার পরই কাজ শুরু করেছেন তিনি। তার লক্ষ্য সংস্কৃতি খাতে দৃশ্যমান পরিবর্তন আনা।
ফারুকী মনে করেন, সংস্কৃতি মন্ত্রণালয় বরাবরই অবহেলিত, এবং এ খাতে বাজেটও বরাবরই কম থাকে। তবে তিনি আশাবাদী, কারণ তার সঙ্গে একটি শক্তিশালী টিম রয়েছে। বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে আছে দক্ষ ব্যক্তিরা। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশীয় সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই ফারুকী মন্ত্রণালয়ের প্রকৃত অবস্থা জানার পরিকল্পনা করেছেন। তিনি জানতে চান, বাজেটের কী পরিমাণ বেতন, উন্নয়ন প্রকল্প এবং প্রশিক্ষণে ব্যয় হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন একাডেমি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলাপ করে তথ্য সংগ্রহ করবেন।
ফারুকী জানিয়েছেন, তার পরিকল্পনার মূল অংশ হলো তিন মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন এবং এক বছরের মধ্যে বড় পরিসরে সংস্কৃতি অঙ্গনে প্রভাব ফেলা। তিনি প্রত্যেক বিভাগ থেকে পরিকল্পনা আহ্বান করবেন এবং সেই অনুযায়ী প্রকল্প তৈরি করবেন। তবে এক বছরের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাজেট ঘাটতির সম্ভাবনাও থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুত। তিনি আশ্বাস পেয়েছেন যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
ফারুকীর মতে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে সংস্কৃতি খাতে নতুন স্বপ্নের বাস্তবায়ন সম্ভব হবে।
জেডএস/