মিস ইন্টারন্যাশনাল’র ৬২তম আসরের মুকুট জিতেছেন থান থুই
টোকিওতে অনুষ্ঠিত ‘মিস ইন্টারন্যাশনাল’র ৬২তম আসরে ভিয়েতনামের প্রথম বিজয়ী হিসেবে ইতিহাস গড়লেন হুইন থি থান থুই। মঙ্গলবার (১২ নভেম্বর) ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এর মুকুট জিতেছেন।
জাপানে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পৌঁছানোর পর থেকেই থান থুই নিজের সৌন্দর্য, বন্ধুভাবাপন্ন আচরণ ও স্থির আত্মবিশ্বাসের মাধ্যমে সবকিছুর প্রতি ইতিবাচক প্রভাব ফেলেছেন।
থান থুইর যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে মিস ভিয়েতনাম খেতাব জয়ের মাধ্যমে। তার জন্ম ২০০২ সালে, এবং এর আগে মিস এ্যালিগেন্ট স্টুডেন্ট দা নাং ও মিস দা নাং ইউনিভার্সিটির খেতাবও জয় পেয়েছিলেন তিনি।
ফাইনাল রাতে, থান থুই বিচারকদের মুগ্ধ করেন তার প্রশ্নোত্তর পর্বের বুদ্ধিদীপ্ত উত্তরের মাধ্যমে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘বিশ্বব্যাপী উন্নয়ন যুব প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় কী প্রভাব ফেলেছে?’ তিনি উত্তর দেন যে, কোভিড-১৯ মহামারির সময়কালে অনলাইন শিক্ষার প্রয়োজনীয়তা বেড়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন যে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে শিখতে পারবে। যা টেকসই উন্নয়ন লক্ষ্য ৪-এর মানসম্পন্ন শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ।
জেডএস/