বিনোদন

অভিনেতা রাজীবের প্রয়াণের কেটে গেলো দুই দশক

জনপ্রিয় খল অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব ছবি: সংগৃহীত

গম্বীর কণ্ঠস্বর, অভিনয় এবং শক্তিশালী সংলাপ বলার গুণে সিনেমাপ্রেমীদের মনে আজও জাগ্রত ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব। তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেখানে তার নেতিবাচক চরিত্রগুলো বিশেষভাবে সবার কাছে পরিচিত।

আজ থেকে ঠিক ২০ বছর আগে গুণী এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৪ সালের এই দিনে ( ১৪ নভেম্বর) মাত্র ৫২ বছর বয়সে মৃত্যবরণ করেন।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে জন্ম নেয়া রাজীব সিনেমায় আসার আগে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। ১৯৮১ সালে রাখে আল্লাহ মারে কে সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর কাজী হায়াতের খোকন সোনা সিনেমা তাকে খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

অভিনয়ের পাশাপাশি, রাজীব ছিলেন একজন দক্ষ নেতা। তিনি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন। বাংলাদেশি চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে তার অবদান অমূল্য। তার নিজ প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজের মাধ্যমেও চলচ্চিত্র জগতে বিশেষ অবদান রেখেছেন।

রাজীব চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, তার পুরস্কৃত সিনেমাগুলো হল-হীরামতি (১৯৮৮), দাঙ্গা (১৯৯১), বিদ্রোহ চারিদিকে (২০০০) এবং সাহসী মানুষ চাই (২০০৩)। তার অন্যান্য জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে উছিলা, মিয়া ভাই, মা মাটি দেশ, মৃত্যুদণ্ড, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, সত্যের মৃত্যু নেই, এবং মগের মুল্লুক

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন