আন্তর্জাতিক

পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের তালিকা করছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় যাওয়ার পরই পেন্টাগনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বরখাস্ত হতে যাওয়া সম্ভাব্য কর্মকর্তাদের একটি তালিকার খসড়াও তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রে জানায়, তার নতুন প্রশাসন মার্ক মিলির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করছে। তিনি ট্রাম্পের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। তিনি সম্প্রতি মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের ‘ওয়ার’ শিরোনামে প্রকাশিত একটি বইয়ে ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছিলেন।

ট্রাম্পের প্রতিরক্ষাসচিব হিসেবে ফক্স নিউজ বিশ্লেষক এবং সেনাবাহিনীর অভিজ্ঞ পিট হেগসেথের নাম ঘোষণা করেছেন। তিনি পেন্টাগনের নেতৃত্বকে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। হেগসেথ বলেন, নতুন প্রেসিডেন্টকে পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের সংস্কার করতে হবে, যাতে দেশের সুরক্ষা নিশ্চিত করা যায়।

জানা গেছে, সম্ভাব্য পদক্ষেপের মধ্যে জেনারেল সিকিউ ব্রাউনের মতো শীর্ষ কর্মকর্তাদেরও অপসারণের পরিকল্পনা আছে। হেগসেথের ভাষায়, এই পরিবর্তন সামরিক বাহিনীর কার্যক্রমের জটিলতা ও অতিরিক্ত নিয়ন্ত্রণ কমাবে বলে আশা করা হচ্ছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন