দুই দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্নের দাম
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারটের স্বর্ণের ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ১০ হাজার ৬১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯০ হাজার ২৩৩ টাকায় বিক্রি করা হবে।
তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
আই/এ