ভিনিসিয়াসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
ম্যাচ শেষ হবার আগেই মাঠ ভেজানো শুরু! ক্ষেপে গেলেন ভিনিসিয়াস জুনিয়র, ক্ষিপ্ত রাফিনিয়াও। পা দিয়ে চেপে সেই পানি বন্ধ করার চেষ্টা এস্তেভাও উইলিয়ানের।
কিন্তু ভিনিসয়াস যদি পেনাল্টি মিস না করতেন তাহলে এভাবে উত্তপ্ত হতে হতো না ব্রাজিলকে।
৫৯ মিনিটে ভেনেজুয়েলার বক্সে ভিনিসিয়াসকে ফাউল করেন গোলকিপার রাফায়েল রোমো। পেনাল্টি পেয়ে সেই কিক নিজেই নিতে যান ভিনি। কিন্তু রিয়াল মাদ্রিদ তারকার দুর্বল শট প্রতিহত করেন রোমো। ফিরতি বল থেকেও গোল করতে পারতেন ভিনি, শট নেন পোস্টের বাইরে।
ভিনিসিয়াস পেনাল্টি মিস করার আগে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন রাফিনিয়া। ম্যাচে ৪৩ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে বল জালে পাঠান এই বার্সেলোনা ফরোয়ার্ড।
কিন্তু বিরতির ৩৮ সেকেন্ডেই সমতায় ফেরে ভেনেজুয়েলা। কাটব্যাক থেকে পাওয়া বল থেকে জোরাল শটে জালে পাঠান তেলাসকো সাগাভিয়া।
মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করে ৮৯ মিনিটে ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবুও ১০ বাকি সময়টা ১০ জনের দল পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল।
শেষ পর্যন্ত ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এই ড্রয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলের তিনে অবস্থান করছে ব্রাজিল।