ছাত্রলীগের মতো আওয়ামী লীগও বিদায় হবে : খোকন
গণহত্যাকারীদের দেশের মানুষ রাজনীতি করার নৈতিক অধিকার দেবে না। এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আদালতে রিট করেছে অনেক সংগঠন।ইতোমধ্যে ছাত্রলীগের বিদায় হয়েছে। আওয়ামী লীগও বিদায় হয়ে যাবে বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নরসিংদী সদরের গাবতলী মাদ্রাসা মাঠে চিনিশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
এ বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতিতে দেখতে চায় না। এবারের আন্দোলন জুলাই-আগস্টের নয়, বিগত ১৬ বছরের আন্দোলন। বিএনপি গত ১৬ বছর আন্দোলন করেছে ভোটের অধিকারের দাবিতে।
তিনি বলেন, ২০১৪ সালে শেখ হাসিনার পতন হতো জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত না করতো। আট বছর ক্ষমতায় থেকেছে জাতীয় পার্টির কারণে। আওয়ামী লীগের দুঃশাসনের ১৬ বছরে সব অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি। তারাই আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছিল।
প্রসঙ্গত, সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সহসভাপতি নাসিক আহমেদ আনন্দ প্রমুখ।
আই/এ