আন্তর্জাতিক

পুতিনকে জার্মান চ্যান্সেলরের ফোন; বেজায় নাখোশ জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ছবি: সংগৃহীত(ফাইল)

প্রায় দুই বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। গেলো শুক্রবার ওই ফোনালাপে শলৎজ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষ করতে এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান। তবে পুতিনকে ফোন করায় শলৎজের ওপর বেজায় নাখোশ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ফোনালাপের তীব্র ভাষায় সমালোচনা করে তিনি বলেছেন,‘শলৎজ ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছেন। আর এটাই নাকি চেয়ে এসেছেন পুতিন।’

শুক্রবার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলেনস্কি চ্যান্সেলর ওলাফ শলৎজের যুদ্ধ বন্ধের আহ্বান সম্পর্কে বলেছেন, ‘পুতিন দীর্ঘকাল ধরে এটিই চাইছিলেন। রাশিয়া এবং পুতিনকে কোণঠাসা করে রাখার এতোদিনের যা ফল, তা ভেস্তে যাওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

পুতিনকে ফোনে যা বললেন জার্মান চ্যান্সেলর: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে  ফোনালাপে ইউক্রেন থেকে নিজ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।  শুক্রবার (১৫ নভেম্বের) জার্মান সরকারের একজন মুখপাত্রের বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর। 

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট বলেছেন, ওলাফ শোলজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোনালাপে দাবি করেছেন, তিনি যেন ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্যদের প্রত্যাহার করে নেন এবং রাশিয়া যেন একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য তার ইচ্ছার প্রকাশ ঘটায়।

ক্রেমলিনের প্রতিক্রিয়া: ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন এই ফোনের কথা নিশ্চিত করেছে এবং তারা বলেছ, বার্লিনের অনুরোধে ফোনালাপটি হয়।  শলৎজকে  রুশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে কোন চুক্তিতে রাশিয়ার নিরাপত্তা স্বার্থের বিষয়টিকে আমলে নিতে হবে এবং তাতে নতুন আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন থাকতে হবে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন