আমদানি-রপ্তানি

খাদ্যপণ্য আমদানি-রপ্তানিতে উন্নয়নের জন্য বিএসটিআই এর উদ্যোগ

হোটেল বেস্ট ওয়েস্টার্নে আয়োজিত সভা ছবি: সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট, বিএসটিআই এবং বিটিএফ-ইউএসআইডি'র যৌথ উদ্যোগে সম্প্রতি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল বিষয় ছিল, বিএসটিআই এবং খাদ্য আমদানিকারক ব্যবসয়ীদের মধ্যে সহযোগিতা জোরদার করা। এসময় ব্যবসায়িক সংলাপ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং উন্নতির জন্য কৌশল নিয়ে আলোচনা হয়।

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের হোটেল বেস্ট ওয়েস্টার্নে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

মহাপরিচালক জানান, চট্টগ্রামে বিএসটিআইয়ের নতুন নির্মিত ১০-তলা ভবন এবং অত্যাধুনিক পরীক্ষাগার দ্রুত চালু হবে। এতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহার করে পণ্য পরীক্ষার গুণগত মান বাড়ানো হবে।

বিটিএফ এর প্রকল্প পরিচালক মাইকেল জে পার বলেন, প্রতি বছর বাংলাদেশে এক লাখেরও বেশী পণ্য আমদানি হয়। এটি বিশ্বে তৃতীয় সর্বাধিক। তিনি পণ্য খালাস প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আমদানি-রপ্তানি খাতের প্রতিনিধিরা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা ( ডব্লিউটিও) ও  বাণিজ্যের প্রযুক্তিগত বাধা (টিবিটি) নীতিমালা অনুসরণ করে দ্রুত পণ্য খালাসে রিস্ক ম্যানেজমেন্ট কার্যকর করা জরুরি। এতে পোর্ট ডেমারেজ ও শিপিং ডেমারেজের ঝামেলা কমানো সম্ভব হবে।

বিএসটিআই এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, বর্তমানে ৯০ শতাংশ আমদানি চালানের ছাড়পত্র ছয় কার্যদিবসের মধ্যেই দেওয়া সম্ভব হচ্ছে। এমনকি ছুটির দিনেও নমুনা সংগ্রহসহ অন্যান্য কাজ করে বিএসটিআই।

কাস্টমসের যুগ্ম কমিশনার মোঃ মারুফুর রহমান এবং বন্দর কর্তৃপক্ষের উপ-ট্রাফিক কন্ট্রোলার গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।

 জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন