দুই দিনের রিমান্ডে দেশ টিভির এমডি আরিফ হাসান
হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) শাহিন রেজার আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আরিফ হাসানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ তিনদিনের রিমান্ড আবেদন করেন। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আদালতে বলেন, এ হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে আসামি জড়িত নন। তিনি ঘটনার সময় বিদেশে ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে, শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালেবিমানবন্দর এলাকায় গত ১৯ জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয় নবম শ্রেণির ছাত্র সজীব। এ ঘটনায় সজীবের বাবা সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আরিফ হাসানসহ ১৫ জনকে আসামি করা হয়।
আই/এ