নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর হামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়ী গাছ থেকে জোরপূর্বক নারিকেল(ডাব) পারতে নিষেধ করায় দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত জাহাঙ্গীর মাহমুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বেলা ১১ টারদিকে উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান, বেলা ১১ টার দিকে গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় তার বাড়ীর গাছ থেকে অনুমতি না নিয়ে কিছু লোক জোরপুর্বক নারিকেল(ডাব) পাড়তে শুরু করে। খবর পেয়ে জাহাঙ্গীর বাসা থেকে বের হয়ে তাদের ডাব পাড়ার কারন জানতে চাইলে তাদের সাথে কথাকাটাকাটি হয় তার। এক পর্যায় স্থানীয় সন্ত্রাসী ইয়াছিন ও রনির নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ৫০/৬০ জন তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জাহাঙ্গীরকে এলোপাথারি পিটিয়ে ইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয়। পরে আশে পাশে লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি খুবই দুঃখজন। খবর শুনে ঘটনাস্থলে আমরা গিয়েছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আই/এ