তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন
ট্রেনে শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ, শিশুসহ আহত অনেকে
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মহাখালী রেল ক্রসিং ঘিরে চলা এই আন্দোলনে সাড়া দেশের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও শিক্ষার্থীরা দুইটি আন্তঃনগর ট্রেন থামিয়ে দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নেন কলেজের শিক্ষার্থীরা। এতে করে যান চলাচল ও রেল চলাচলে বিঘ্ন দেখা দেয়।
প্রত্যাক্ষদর্শীদের ভাষ্যমতে, শিক্ষার্থীরা মহাখালী ওভার ব্রিজের নিচে রেললাইনে অবস্থান নেন। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘উপকূল এক্সপ্রেস’ মহাখালী রেলক্রসিং অতিক্রম করতে গেলে শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। ট্রেনে থাকা যাত্রীদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে শিশু আছে বলেও জানা যায়।
শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানারকম স্লোগান দিয়ে যাচ্ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ তুলবেন না বলে জানাচ্ছিলেন।
এম এইচ//