জাতীয়

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা বাদ দেয়ার সুপারিশ

চাকরি ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সময় আত্মীয় স্বজনের রাজনৈতিক বিবেচনা বাদ দেয়ার সুপারিশ করেছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন। 

কমিশন প্রধান বলেন, ১৯২৮ সাল থেকে চাকরি ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা চলে আসছে। ব্রিটিশ আইনের ম্যানুয়াল অনুযায়ী এখানে কয়েক ধরনের প্রশ্ন এবং তদন্ত করা হয়। এতে অনেক সময় অনেক চাকরিপ্রার্থী বাদ পড়ে যায়। আরেকটি বিষয় প্রচলিত আছে আত্মীয়-স্বজনের মধ্যে কেউ রাজনীতি করে কিনা এবং রাষ্ট্রবিরোধী কেউ আছে কিনা। এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো।

তিনি বলেন, সম্প্রতি এমন একটি অভিযোগ এসেছে যে কারো আত্মীয়-স্বজন রাজনীতি করে কিন্তু সরকারি দল করে না তাদের অনেকের ক্ষেত্রে এসব যুক্তি দেখে চাকরি দেওয়া হয়নি। দেখা গেছে রাজনৈতিকভাবে তাদের খালা, ফুফা বা অন্য কেউ রাজনীতিতে জড়িত। পরিবারের কেউ না হলেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। কমিশন এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করেছে

তিনি বলেন, ব্যাংকের একজন গার্ড থেকে ক্লার্ক সবার চাকরি গুরুত্বপূর্ণ। অনেক সময় নাম পরিচয় পরিবর্তন করে কেউ চাকরিতে ঢুকতে পারে। পরবর্তীতে দেখা যেতে পারে যে সে কোনো অপরাধের সঙ্গে জড়িত। সুতরাং ভেরিফিকেশন জরুরি। যেভাবেই হোক এ পুলিশ ভেরিফিকেশনে যাতে ভোগান্তি না হয় সেই বিষয়ে সুপারিশ করেছেন।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন