টিসিবির নতুন উদ্যোগ স্মার্ট ফ্যামিলি কার্ড
দেশের ভর্তুকি পণ্য বিতরণে অনিয়ম ঠেকাতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আনছে স্মার্ট ফ্যামিলি কার্ড। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে সুবিধাভোগীদের জন্য ৫৭ লাখ স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। যদিও এখনও ৪৩ লাখ কার্ড স্থানীয় প্রশাসনের যাচাইয়ের অপেক্ষায়।
সোমবার ( ১৮ নভেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য জানান।
হুমায়ুন কবির জানান, আগের হাতে লেখা ১ কোটি কার্ডে নকলের সমস্যা ছিল। একই ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করায় পণ্য বিতরণে অনিয়ম দেখা দিয়েছিল। নতুন স্মার্ট কার্ড সিস্টেমে এই সমস্যা সমাধান করা হবে।
তিনি আরও জানান, আসন্ন রমজান মাসে ঢাকায় ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর এবং ঢাকার বাইরে চারটি পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। পণ্য সরবরাহে কোনো ঘাটতি হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু হবে। এ কার্ডের মাধ্যমে পণ্য সংগ্রহের প্রক্রিয়া হবে সহজ ও স্বচ্ছ।
টিসিবি জানিয়েছে, ডিলারদের অনিয়ম রোধে মনিটরিং প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে, তবে শিগগিরই ঘোষণা আসবে। রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের ফলে মনিটরিংয়ে কিছু বাধা সৃষ্টি হয়েছে। তবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।
জেডএস/