অর্থনীতি

ফের ১৯ কোটি ডিম আমদানির অনুমতি

ছবি: সংগৃহীত

বাজারে জোগান বৃদ্ধি ও মূল্য নিয়ন্ত্রণে ৪৩টি প্রতিষ্ঠানকে ফের ১৯ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গেলো ১৮ নভেম্বর এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানিবিষয়ক প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে।

এর আগে, গেলো ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়। তারও আগে  গেলো ৭ অক্টোবর সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে।

গেলো ১৫ সেপ্টেম্বর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর।  নির্ধারিত দাম অনুযায়ী প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) বিক্রি হয়ার কথা।

কিন্তু, বেঁধে দেয়া দাম ব্যবসায়ীরা না মানায় দুই দফায় ডিম আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি গত ১৭ অক্টোবর ডিম আমদানিতে কর ছাড় ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেদিন ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতিডজন ডিম ১৪৪-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন