মরক্কোয় শিশুদের ‘হামাগুড়ি’ প্রতিযোগিতা
মরক্কোর এসাওইরা শহরে শিশুদের জন্য এক অভিনব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গেল শনিবার (১৬ নভেম্বর) ইন্টারডিসিপ্লিনারি মিডিয়া, ট্রেনিং এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত এই প্রতিযোগিতাকে বলা হয়েছে "বেবি ক্রল রেস" কিংবা ‘হামাগুড়ি’ প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শুরু হওয়ার আগে, শিশুদের তাদের অভিভাবকের দিকে এগিয়ে যেতে উত্সাহিত করার জন্য কিছু শিশু একে একে ট্র্যাকের শেষ প্রান্তে নিয়ে আসা হয়।
মোট ৪০ শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়। শত শত দর্শকের সামনে তারা হামাগুড়ি প্রতিযোগিতায় অংশ নেয়। পরপর তিনটি রাউন্ডে এই প্রতিযোগিতা হয়। এতে কিছু শিশু দ্রুত তাদের অভিভাবকের দিকে এগিয়ে আসে। কিছু শিশু পথে বাধার সম্মুখীন হয়ে ট্র্যাকের বাইরে চলে যায়। সবকিছু মিলিয়ে প্রতিযোগিতা ছিল অত্যন্ত আনন্দদায়ক ও মনোজ্ঞ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ বিষয়ে মরক্কোর স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা বিভাগের আঞ্চলিক প্রতিনিধি জাকরিয়া আইট লাহসেন জানিয়েছেন, এই আয়োজন দেশের জাতীয় স্বাস্থ্য প্রচারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ। গেল মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় মানবিক উন্নয়ন উদ্যোগ (আইএনডিএইচ) শিশুদের প্রথম ১,০০০ দিনের গুরুত্ব তুলে ধরার জন্য একটি ক্যাম্পেইন করেছিলো।
তিনি আরও বলেন, "এই ধরনের ইভেন্ট শিশুদের পরিবেশের সঙ্গে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে সহায়তা করে এবং শিশুর স্নায়ুতন্ত্রের উন্নয়নের জন্য একটি উদ্ভাবনী পদ্ধতি হিসেবে কাজ করে।"
মরক্কোর এসাওইরায় অনুষ্ঠিত এই বেবি ক্রল রেস কিংবা হামাগুঁড়ি প্রতিযোগিতা শুধু একটি মজার ইভেন্টই ছিল না। এটি শিশুদের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকরা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের আরো আয়োজন করে শিশুর স্নায়ুতন্ত্রের উন্নয়ন ও তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা হবে।