খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব

ম্যাচের একদিন আগেই ব্রাজিলের একাদশ ঘোষণা

ছবি: সংগৃহীত

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন (সোমবার) সংবাদ সম্মেলনে এসে একাদশ জানিয়ে দেন দলটির কোচ দরিভাল জুনিয়র।

চলতি বছরের শেষ ম্যাচটি উরুগুয়ের বিপক্ষে খেলেই শেষ করতে যাচ্ছে ব্রাজিল। সেলেসাওদের সময়টা অবশ্য খুব একটা ভালো যায়নি। বিশেষ করে সবশেষ বিশ্বকাপের পর থেকেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলা নিয়ে নানা সমালোচনা তৈরি হয়েছে।

নিজেদের সবশেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। আগের টানা দুই ম্যাচ জয়ের ধারাবাহিকতা সেখানে নষ্ট হয়ে যায়। তবে উরুগুয়ের বিপক্ষে জিতেই বছরের শেষটা রাঙাতে চাইবে তারা।

উরুগুয়ের বিপক্ষে এডারসন থাকবেন গোলরক্ষক হিসেবে। ডিফেন্স লাইনে দেখা যাবে মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস, দানিলো ও আবনের’কে দেখা যাবে। মিডফিল্ডে থাকছেন ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া। ফরোয়ার্ডে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ইগর হেসুস ও সাভিনহো থাকছেন। ভ্যান্ডারসনের দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে একাদশে ফিরেছেন দানিলো।

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই টেবিলের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। তাদের পয়েন্ট ১৭। আর্জেন্টিনা আছে সবার ওপরে, ২২ পয়েন্ট নিয়ে। দুই নম্বরে উরুগুয়ে ও কলম্বিয়া আছে তিন নম্বরে।

ব্রাজিল একাদশ: এডারসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও অ্যাবনার; ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন