জাতীয়

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, চাইলেই রাতারাতি কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না, এটা চাওয়া অযৌক্তিক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি তিতুমীর কলেজে চলমান আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

আন্দোলনরত শিক্ষার্থীদের হুঁশিয়ারি দিয়ে আইন উপদেষ্টা বলেন, সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হবার মতোই হবে।

 তিনি বলেন, ট্রেনে আক্রমণ করে শিশু ও নারীসহ অনেককে আহত করা অমানবিক। এসময় সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দেন আসিফ নজরুল।

এদিকে আজ আন্দোলনের দ্বিতীয় দিনে সড়ক কিংবা রেলপথ অবরোধ থেকে সরে এসে কলেজ 'ক্লোজডাউন' কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরাতবে সরকারি সিদ্ধান্ত পক্ষে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে কলেজের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মোতায়েনে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন