খেলাধুলা

ম্যানচেস্টার সিটিতে মেয়াদ বাড়ছে গার্দিওলার

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি ছেড়ে কোথায় যাবেন পেপ গার্দিওয়ালা? এই প্রশ্ন আপাতত একটু বন্ধ রাখলেও চলবে। কারণ জানা যাচ্ছে, সিটিতে আরও এক বছর থাকবেন গার্দিওলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে যাচ্ছেন গার্দিওলা।

ম্যানচেস্টার সিটি ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে বেশ কিছু সূত্রের প্রেক্ষিতে বিবিসি গার্দিওলা-সিটি সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। পূর্ব চুক্তি অনুযায়ী ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল এই স্প্যানিশ কোচের।

গার্দিওলা ২০১৬ সালে সিটির দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেয়ার পর ৬ বার প্রিমিয়ার লিগ জিতেছে ক্লাবটি, মোট ট্রফি জিতেছে ১৮ টি- যেখানে আছে একটি চ্যাম্পিয়নস লিগ।

টানা চারবার প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। তারা এই মুহূর্তে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। এর আগে আরও ৩ বার গার্দিওলা ও সিটির মধ্যে চুক্তির মেয়াদ বেড়েছে। প্রথমবার ২০১৮ সালের মে মাসে, এরপর ২০২০ সালের নভেম্বর, শেষবার ২০২২ সালের নভেম্বরে। চতুর্থবার যখন চুক্তির মেয়াদ বাড়ছে, তখন মাসটি নভেম্বর।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন