আন্তর্জাতিক

জামিন পেলেন ইমরান খান

তোশাখানা মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।  বুধবার (২০ নভেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব দুটি ১০ লাখ টাকার বন্ড প্রদানের শর্তে ইমরান খানকে এই জামিন দেন।   

বুধবার (২০ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনে’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।     

প্রতিবেদনে জানানো হয়, জামিনে থাকাকালীন ইমরানকে ট্রায়াল কোর্টে হাজির হয়ে মামলার কার্যক্রমে সহযোগিতা করতে হবে। শর্ত লঙ্ঘন করলে জামিন বাতিল হতে পারে

গেলো ১৩ জুলাই, ইদ্দত মামলায় বেকসুর খালাস পায়ার পর ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি আবারও গ্রেপ্তার হন। যদিও বুশরা বিবি পরে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। তবে  ইমরান খান একটি পৃথক তোশাখানা মামলায় কারাগারে থেকে যান

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা বিদেশি নেতার উপহার যেমন নেকলেস, কানের দুল, ব্রেসলেট এবং আংটির সেট অবৈধভাবে রেখে দিয়েছেন। এতে রাজকোষের ক্ষতি হয়েছে

ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার আদালতে জানান, গহনার প্রকৃত মূল্য নির্ধারণে যথাযথ তথ্য নেই এবং প্রসিকিউশন পরবর্তী শুনানিতে এ বিষয়ে বিস্তারিত জানাবে

 

জেডএস/

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন