ইরানে অর্ধনগ্ন অবস্থায় আটক নারীর মুক্তি
অর্ধনগ্ন হয়ে হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় আটক হওয়া সেই নারীকে মুক্তি দিয়েছে ইরান। আহু দরিয়ায়ী (ছদ্মনাম) নামে ওই নারী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
বুধবার (২০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নভেম্বরের প্রথম দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, দরিয়ায়ী হিজাব নিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে নিজের পোশাক খুলে ফেলেন। এরপর তাকে আটক করে দেশটির আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর জানিয়েছেন, তাকে অসুস্থ বলে হাসপাতাল নেয়া হয়েছিল। তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
জেডএস/