খেলাধুলা

বোর্ডার-গাভাস্কার ট্রফি

পার্থ টেস্টের দুই অধিনায়কের পরিচয় ফাস্ট বোলার

ছবি: সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পার্থে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে এই মহা-গুরুত্বপূর্ণ সিরিজ। প্রথমবারের মতো ভারত-অস্ট্রেলিয়া দলের টেস্ট সিরিজে দুই প্রতিপক্ষ অধিনায়ক ‘পেসার বা ফাস্ট বোলার’ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

ম্যাচের আগের দিন আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় অধিনায়ক জাসপ্রীত বুমরাহ ও অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ফাস্ট বোলাররা অধিনায়কের দায়িত্বে, এ প্রসঙ্গে দুজনেই কথা বলেছেন।

কামিন্স বলেন, ‘হ্যাঁ, দেখতে খুব ভালো লাগছে। আরও বেশি হওয়া উচিত। গত বছরের নিউজিল্যান্ড সিরিজ ভালো ছিল, যেখানে টিম সাউদি অধিনায়কের দায়িত্বে ছিল। হ্যাঁ, আমার মনে হয় না এতে খুব বেশি কিছুর পরিবর্তন হয়। এটা অন্যতম বিরল এক বিষয়।

ফাস্ট বোলিংয়ের ভক্ত হিসেবে এই অবস্থা দেখতে সবসময় আনন্দ পান কামিন্স, সে কথাও জানালেন।

অন্যদিকে বুমরাহ এ প্রসঙ্গে বলতে গিয়ে কামিন্সের প্রশংসা করেছেন। বুমরাহ জানান, আমি সবসময় পেসারদের পরামর্শ দিই অধিনায়কের দায়িত্ব গ্রহণ করতে। ফাস্ট বোলাররা কৌশলগতভাবে খুব ভালো হয়। প্যাট (কামিন্স) তো দারুণ কাজ করেছে। অতীতেও অনেকেই ছিল। কপিল দেব ও অনেক অধিনায়করা অতীতে এই দায়িত্ব পালন করেছেন। আশা করি একটা নতুন ঐতিহ্যের সূচনা হলো।

রোহিত শর্মার অবর্তমানে সিরিজের প্রথম টেস্টের দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক বুমরাহ।

এম এইচ//  

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন