আন্তর্জাতিক

সম্পর্ক দৃঢ় করতে কিম জং উনকে উপহার পাঠালেন পুতিন

ছবি: সংগৃহীত

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের উদ্দেশ্যে উপঢৌকন পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ার একটি চিড়িয়াখানায় উপহার হিসেবে একটি সিংহ, দুটি বাদামি ভাল্লুকসহ আরও প্রায় ৭০টি প্রাণী দেয় রাশিয়া।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

রাশিয়ার পরিবেশমন্ত্রী আলেকজান্ডার কোজলভ এসব প্রাণী একটি বিশেষ কার্গো বিমানে করে পিয়ংইয়ংয়ে নিয়ে যান। উপহারের তালিকায় ছিল দুটি ইয়াক, পাঁচটি ককাতুয়া, তিতির এবং ম্যান্ডারিন হাঁস। মন্ত্রণালয়ের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এটি প্রথমবার নয় যে রাশিয়া উত্তর কোরিয়াকে প্রাণী উপহার দিল। এর আগে পুতিন কিম জং উনকে ২৪টি বিশুদ্ধ জাতের ঘোড়া উপহার দেন। ধারণা করা হয়, এটি উত্তর কোরিয়ার আর্টিলারি শেল সরবরাহের প্রতিদান হিসেবে দেওয়া হয়েছিল।

রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ায় পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে। পুতিন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সমর্থন চাচ্ছেন। অন্যদিকে, কিম রাশিয়ার মহাকাশ প্রযুক্তি পেতে আগ্রহী, যা তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সাহায্য করতে পারে।

গেলো জুনে পুতিন উত্তর কোরিয়া সফর করেন। কিমের সঙ্গে একে অপরকে "আগ্রাসন" থেকে রক্ষা করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন