জাতীয়

জাতীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন উপদেষ্টা সাখাওয়াত

প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউজ অব লর্ডসে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধারশীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন নির্ভর করবে সংস্কারগুলো হওয়ার পর রোডম্যাপ দেয়ার পরে সংস্কার কীভাবে প্রয়োগ হবে, সেটার ওপর। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। আমাদের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সময় নিতে বলছে। কারণ যে কাজগুলো সরকার করতে পারবে, রাজনৈতিক দলগুলো তা পারবে না।

সম্মেলেনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে বৃটিশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

এসময় সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফায়েজ।

মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশআয়োজিত এ  সম্মেলেনে আলোচক হিসেবে অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনজীবী মাইকেল পোলাক, আইনজীবী নাজির আহমেদ প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন