জাতীয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় : প্রেস সচিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের প্রতিরোধ এ আন্দোলনের গতি সঞ্চার করে। এটিও নিউ মিডিয়ার কারণে সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২২ নভেম্বর) নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) দ্য রোল অব নিউ মিডিয়া ইন রেভল্যুশন অ্যান্ড রি-বিল্ডিংশীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন

শফিকুল আলম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৮ জুলাই সকালে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এর ফলে আন্দোলন নতুন মাত্রা পায়।

প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনে বেসরকারি নর্থ-সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছেন। কিন্তু এটি গণমাধ্যমে সেভাবে আসেনি। এটি গণমাধ্যমের ব্যর্থতা। এ আন্দোলনে ১৮ ও ৩০ জুলাই খুবই গুরুত্বপূর্ণ দিন।

তিনি বলেন, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিরোধ এবং ৩০ জুলাই শেখ হাসিনাকে লাল কার্ডদেখানো তার অন্যতম বড় দিক। এটি নিউ মিডিয়ার কারণে সম্ভব হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আন্দোলনের পরিচিত মুখ মানজুর আল মাতিন বলেন, এ আন্দোলনে তিনি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এনএসইউর গ্রুপগুলোতে ছিলেনএসব গ্রুপে দেখেছিলেন, কীভাবে সিভিল ওয়ারের প্ল্যান সাজানো হয়েছিল।

তিনি বলেন, এ আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়,স্কুল,কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের বড় ভূমিকা ছিল। এর বাইরে সাধারণ মানুষ,রিকশাচালক সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

প্রসঙ্গত,  সেমিনারে নর্থ সাউথের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন