জাতীয়

১৮ হাজার কর্মকর্তা নিয়োগ করবে সরকার; কিছুক্ষণের মধ্যে ঘোষণা

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে ক্যাডার ও ননক্যাডার মিলে বিভিন্ন পদে  ১৮ হাজার  ১৪৯ জন নতুন নিয়োগ দিবে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২৪ নভেম্বর)  দুপুরে এমন ঘোষণা দেয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে  জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়,  ১৮ হাজার  ১৪৯ জনের মধ্যে সব কটিই কর্মকর্তা পদ। বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএসের আয়োজন করা হবে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান নিয়োগের ব্যাপারে বিস্তারিত সবকিছু জানাবেন।

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন