আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
গত ১৫ বছরে গুমের অসংখ্য অভিযোগ আসলেও তা কখনোও স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর ধীরে ধীরে খুলতে শুরু করে গুমের শিকার পরিবারগুলো। গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য।
রোববার (২৪ নভেম্বর) গুম কমিশনের সুপারিশে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার দেয়া সবশেষ জাতির উদ্দেশ্যে ভাষণেও উঠে আসে গুম প্রসঙ্গ। তিনি জানান, এ পর্যন্ত গুম কমিশনে সাড়ে ৩ হাজার অভিযোগ জমা পড়ার কথা।
গুম কমিশনের তথ্য বলছে, গুমের প্রমাণ মেলায় দশ দিন আগে প্রাথমিকভাবে চাকরি হারিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ সদস্য। যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন। গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে এসব গুম কেন হয়েছে তার বর্ণনাও উঠে এসেছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গুমের অভিযোগ এসেছে আরও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। প্রমাণ পাওয়া গেলে এসব সদস্যও চাকরি হারাতে পারেন বলে জানিয়েছেন কমিশন।
এএম/