শেখ হাসিনা একটি মাফিয়া লীগ তৈরি করেছিলেন : রিজভী
গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী দুঃশাসন, লুট-হরিলুটের সংস্কৃতির মাধ্যমে একটি মাফিয়া লীগ তৈরি করেছিলেন শেখ হাসিনা। সেই মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে আর হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের সতর্ক করে রিজভী বলেন, সুরুচিপূর্ণ আচরণ এবং সভ্যতা বজায় রাখবেন। যেকোনও অন্যায়ের প্রতিবাদ করবেন, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। কোনও অবস্থাতেই যেন দেশে আর মাফিয়া লীগের পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সতর্ক থাকবেন।
এর আগে অধিবাসী উজ্জ্বল কুমার মণ্ডলকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন সদস্য মারপিট করে পুলিশে দেয় বলে অভিযোগ ওঠে। রুহুল কবির রিজভী ওই পরিবারের সদস্য ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।
এসময় বড়াইগ্রাম থানার ওসিকে ওই ঘটনার সঙ্গে যে জড়িত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ও আজকের মধ্যে তার বিরুদ্ধে মামলা দিতে বলেন।
উজ্জ্বলের প্রসঙ্গ তুলে বলেন, একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এটি সন্ত্রাসী কার্যকলাপ, বিএনপি সমর্থন করে না। সারা দেশে বিএনপির নামে, বিএনপির নামধারী ব্যক্তিরা এসব কাজ করছে। এমন কাজের জন্য ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন–বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মামুন আহমেদ সুমন,নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ প্রমুখ।