খেলাধুলা

বোর্ডার-গাভাস্কার ট্রফি

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের রেকর্ড জয়

ছবি: গেটি ইমেজ

হারশিত রানা ছুটছেন, জিতে গেছে ভারত! অস্ট্রেলিয়ার মাটিতে এমন দৃশ্যের সাক্ষী সবসময় হওয়ার সুযোগ পাওয়া যায় না। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সফরকারী দল।

ভারতের জন্য এই জয় রেকর্ডের। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে এত বেশি ব্যবধানে জেতেনি দলটি। গৌতম গম্ভীরের জন্য আনন্দের, তিনি ভারতের কোচ হওয়ার পর এই মুহূর্ত পেয়েছেন। অন্যদিকে প্রথম ম্যাচে অধিনায়কত্ব করা জাসপ্রীত বুমরাহর জন্য স্মরণীয় এক ম্যাচ হয়ে থাকবে এই পার্থ টেস্ট।

অস্ট্রেলিয়ার সামনে ছিল ৫৩৪ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা। এই লক্ষ্যমাত্রা পেরোতে গিয়ে তৃতীয় দিনের শেষ বেলাতেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ফেরেন উসমান খাজা। ট্রাভিস হেডের সঙ্গে স্টিভ স্মিথের চেষ্টাও আটকে দেন সিরাজ।

হেডের ব্যাটে আসা ৮৯ (১০১) রানের ইনিংসে যা একটু আশা দেখেছে অজিরা। এছাড়া মিচেল মার্শের ৪৭ রান, অ্যালেক্স ক্যারির ৩৬ রানে ব্যবধান কমিয়েছে তারা। শেষমেশ ২৩৮ রানে অলআউট হতে হয়েছে অস্ট্রেলিয়ার।

জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ ৩ টি করে উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে বুমরাহ নেন ৫ উইকেট।

এম এইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন