তথ্য-প্রযুক্তি

উইন্ডোজ ১১ এর নতুন হালনাগাদ স্থগিত করল মাইক্রোসফট

ছবি: সংগৃহীত

উইন্ডোজ ১১ এর সর্বশেষ সংস্করণ ‘২৪এইচ২’ হালনাগাদ উন্মুক্ত করার পরপরই মাইক্রোসফট সেটি সাময়িকভাবে স্থগিত করেছে। ব্যবহারকারীদের এই আপডেট ইনস্টল না করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এতে বড় একটি সমস্যা ধরা পড়েছে।

২৪এইচ২ হালনাগাদ ইনস্টল করলে ইউবিসফটের জনপ্রিয় গেমগুলো—অ্যাসাসিনস ক্রিড ভ্যালহালা, ওডিসি, অরিজিন্স, এবং স্টার ওয়ার্স আউটলস—খেলার সময় ক্র্যাশ করছে।

কিছু ক্ষেত্রে কম্পিউটারের পর্দা কালো হয়ে যাচ্ছে বা গেম হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানে আপডেটটি আপাতত বন্ধ রাখা হয়েছে। ইউবিসফট একটি অস্থায়ী ‘হটফিক্স’ প্রকাশ করেছে, তবে এরপরও কিছু পারফরম্যান্স সমস্যা রয়ে গেছে। মাইক্রোসফট এবং ইউবিসফট একসঙ্গে কাজ করে স্থায়ী সমাধান বের করার চেষ্টা করছে।

যারা ইতিমধ্যেই ২৪এইচ২ আপডেট ইনস্টল করেছেন, তাঁদের সমস্যার মুখোমুখি হলে ইউবিসফটের হটফিক্স ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন আপডেট আসা পর্যন্ত এই সংস্করণটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন