পাকিস্তানে ইমরান খানের কয়েক হাজার সমর্থক গ্রেপ্তার
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকরা ইসলামাবাদমুখী বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। এ পর্যন্ত বিক্ষোভকারী প্রায় চার হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৫ নভেম্বর) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ডয়েচে ভেলে জানায়, ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন জারি করা হয়েছে। শহরের মহাসড়কগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। মোবাইল ও ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। পূর্বাঞ্চলীয় পাঞ্জাবে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব সরকারের তথ্যমন্ত্রী উজমা বুখারি জানিয়েছেন, ইমরান খানের প্রায় ৮০ শতাংশ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির স্থানীয় পুলিশ বলেছে, তাদের তালিকায় পাঁচজন সংসদ সদস্যও রয়েছেন।
ইমরান খান ২০২২ সালে ক্ষমতা হারানোর পর থেকে জেলে রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতার প্ররোচনার অভিযোগ রয়েছে। তবে তিনি ও তার দল এটি বার বার অস্বীকার করেছেন।
ইমরানের দল পিটিআই অভিযোগ করেছে, সরকার বিক্ষোভ দমনে সহিংস পন্থা অবলম্বন করছে। দলটির দাবি, শত শত নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর ইসলামাবাদ সফরের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেডএস/