জাতীয় ক্রিকেট লিগ
এনসিএলে প্রথমবারের মতো শিরোপা জিতলো সিলেট বিভাগ
বরিশাল বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলো সিলেট বিভাগ। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতোয়ারা সিলেট।
মঙ্গলবার (২৬ নভেম্বর) আসরের ষষ্ঠ রাউন্ডে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক দল। তারা ৬ ম্যাচ খেলে ৪ টি জয়, ২ টি ড্র করেছে, মোট পয়েন্ট ৩৭।
লিগের দ্বিতীয় স্থানে আছে ঢাকা বিভাগ। সিলেটের মতো সমান ম্যাচ খেলে ২ টি জয়, ৪ টি ড্র’তে ২৫ পয়েন্ট পেয়েছে। বাকি এক রাউন্ডে ঢাকার সম্ভব হবে না সিলেটের ওপরে যাওয়া।
ম্যাচের শেষ দিনে ১০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে সিলেট। তবে ২৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে একটু বিপদেই পড়ে তারা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ৭৭ রান তোলে অমিত হাসান ও নাসুম আহমেদ। জয় থেকে ১ রান বাকি থাকতে আউট হন নাসুম। তিনি ৫২ বল খেলে ৫ টি চার ও ১ টি ছক্কায় ৪৪ রান করেন।
বাকি এক রান নিয়ে দলের জয় ও শিরোপা জয় নিশ্চিত করেন অমিত। সিলেট অধিনায়ক ৬৯ বল খেলে ৫ টি চারে ৩৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।
এম এইচ//