চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার, জামিন নামঞ্জুরের ঘটনায় গভীর উদ্বেগ ভারতের
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নামঞ্জুর করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নামঞ্জুর করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বাংলাদেশি হিন্দু ও দেশটিতে থাকা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর উগ্রবাদীদের একাধিক হামলার পরপরই এ ঘটনা ঘটলো। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নি সংযোগ ও লুটের পাশপাশি মূর্তি ও মন্দির ভাংচুর ও অবমাননার বেশ কিছু নথিভুক্ত ঘটনা রয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “এটা দুর্ভাগ্যজনক যে, যখন এসব ঘটনা ঘটিয়ে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই সময় একজন ধর্মীয় নেতা, যিনি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি দাওয়া পেশ করছে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আমরা আরও গভীর উদ্বেগের সঙ্গে জানাতে চাই, শ্রী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশেও হামলা করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারসহ বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু এবং সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাই।”
ভারতের পাশাপাশি এদিন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসকন। এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি। সেই সঙ্গে তারা দেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় চট্রগ্রামের একটি আদালত। গতকাল সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গেলো ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে এ মামলা হয়। মামলাটি করেন চট্রগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এনএস/