সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানালেন মাহফুজ আলম
গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোষ্টে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সরকার দ্রুতই সব রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে।
এর আগে দুপুরে চট্রগ্রাম আদালতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেন তার অনুসারীরা।
পরে আদালত এলাকায় ভাঙচুর শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হন। ঘটনার পরে চট্রগ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আই/এ