দুই বাসের সংঘর্ষ, আহত ১২
টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১২ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলার মোঘলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক।
তিনি জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ১২ জন যাত্রী আহত হয়েছে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স ভর্তি করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটি সড়ক থেকে অপসারণ করে।
তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তাসনিয়া রহমান