জাতীয়

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড

কথা না বলেই পুলিশ কর্মকর্তার মন্তব্য ছাপিয়েছে রয়টার্স: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্রগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে তাঁর  মন্তব্য ছাপানো হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনে।

বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দাবি করেছে, লিয়াকত আলী খানের সাথে কথা না বলেই রয়টার্স তাঁর মন্তব্য প্রকাশ করেছে।       

সিএমপি’র এই বিবৃতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিভাইড ফেসবুক একাউন্টে পোস্ট করেছেন।   

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি এজাহারনামীয় মামলায়  ১ নং আসামি সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের উদ্ভুত পরিস্থিতির উপর বিদেশি সংবাদমাধ্যম রয়টার্সে ২৭ নভেম্বর (বুধবার) বেলা ১২টা ২৭ মিনিটে প্রকাশিত (ওয়ান কিলড ইন বাংলাদেশ অ্যাজ হিন্দু প্রোটেস্টার্স ক্লাশ উইথ পুলিশ) শিরোনামে একটি রিপোর্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে।  

রিপোর্টটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকা সহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়। রিপোর্টটিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, এ মুসলিম লইয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ কিলড অ্যামিড প্রোটেস্টস আউটসাইড দ্য কোর্ট (ইন চিটাগং)।’ 

বিবৃতিতে বলা হচ্ছে, রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সাথে কথা বলেননি। ঘটনার সময়ে তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন।

লিয়াকত নামে চট্টগ্রামে চার জন কন্সটেবল আছে। তারাও কাউকে কোনো বক্তব্য দেননি। কারো বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। ভবিষ্যতে রয়টার্সসহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

 

 এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন