যে কারণে আইপিএলে নাম দেননি স্টোকস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে নাম দেননি বেন স্টোকস। স্টোকস খেলতে চান ইংল্যান্ডের হয়ে, যতটা বেশি পারা যায়। ইংল্যান্ডের জার্সি গায়ে চড়াতে চান, সেখানেই আনন্দ পেতে চান স্টোকস। নিজেকে সুস্থ রাখতে ও ক্যারিয়ার বড় করতেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছেন।
স্টোকসের আইপিএলের মেগা নিলামে অংশ না নেয়ার অর্থ হচ্ছে, তিনি ২০২৬ সাল পর্যন্ত এই টুর্নামেন্টে খেলতে পারছেন না। নতুন নিয়ম অনুযায়ী, আইপিএলের মেগা নিলামের জন্য যারা নাম দেননি- তারা পরের মিনি-নিলামে থাকতে পারবেন না।
বিবিসি স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে স্টোকস জানিয়েছেন, ‘অনেক বেশি ক্রিকেট আসলে!’
‘এখানে লুকানোর কিছু নেই যে, আমি ক্যারিয়ারের শেষদিকেই আছি। আমি চাই যত বেশি সম্ভব খেলতে পারি। আমার শরীর ও নিজেকে দেখে রাখার বিষয়টি এখানে মূল হয়ে দাঁড়ায়।‘
‘আমি চাই ইংল্যান্ডের এই জার্সি যত বেশি সময় ধরে পরিধান করা যায়।‘
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে নিজের ওয়ার্কলোড ঠিক রাখতেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে রাখছেন স্টোকস। এরমধ্যে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৩ ম্যাচের টেস্ট সিরিজ।
এম এইচ//